সীতাকুণ্ডে আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলস্থ আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ছাত্র-ছাত্রীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করা ও পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পরামর্শ প্রদান করা হয়। শিক্ষকবৃন্দও মাদ্রাসার ভালো ফলাফল ধরে রাখতে আন্তরিকতার সঙ্গে পাঠদান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদ্রাসার সভাপতি মুহাম্মদ শাহজাহান সিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আবু কায়সার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
-
ইফতেখার আহমেদ জুয়েল, সভাপতি, কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ
-
শাহ এমরান চৌধুরী বাপ্পা
-
মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ নুর নবী সওদাগর
-
মোহাম্মদ হোসাইন
-
মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিন
-
নুরুল আমিন লিটন
এছাড়াও সমাবেশে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা সমবেতভাবে মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫