সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এক মতবিনিময় সভার আয়োজন করেছে। শনিবার, ৬ সেপ্টেম্বর, কুমিল্লার মুরাদনগর থানায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল দেবনাথ, সভাপতি, কুমিল্লা উত্তর জেলা পুজা উদযাপন ফ্রন্ট। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সদস্য অরূপ নারায়ণ পিংকু ও বিজন কুমার দাস, দীন দয়াল পালসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজার সময় শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। চলতি বছরের শারদীয় দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫