ঈশ্বরদী জংশনে আবারও শোভা ছড়াবে কৃষ্ণচূড়া

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-
পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের প্রবেশ মুখের ‘কৃষ্ণচূড়া চত্বর’-এ শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটি সম্প্রতি উপড়ে পড়ে যায়। ফলে ট্রেনযাত্রী ও পথচারীরা সেই চত্বরে বসে বিশ্রাম নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
গাছ ভেঙে পড়ার পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সেখানে নতুন কৃষ্ণচূড়া রোপণের দাবি জানান। দায়িত্ব না নিলেও, সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ এবং সমকালের পাঠক সংগঠন ‘সুহৃদ সমাবেশ’।
তাদের যৌথ উদ্যোগে সোমবার সকালে ঐতিহ্যবাহী সেই চত্বরে নতুন একটি কৃষ্ণচূড়ার চারা আনুষ্ঠানিকভাবে রোপণ করা হয়। এ সময় উৎসুক ট্রেনযাত্রী ও স্থানীয় মানুষজন উপস্থিত থেকে পুনরায় গাছ রোপণের দৃশ্য প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদার। উপস্থিত ছিলেন সহসভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক ফিরোজ হাসান ও হাসান চৌধুরী, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মারুফ হাসান, সদস্য সানি হোসেন পলাশ, শরীরচর্চা প্রশিক্ষক অ্যাডভোকেট ময়নুল ইসলাম, ক্রীড়া সংগঠক মতিউর রহমান সন্টু, আলীউজ্জামান রুহেল, আমানউল্লাহ বুরু, নাসির উদ্দিন, কোরবান আলীসহ অনেকে।
গাছ রোপণের পর স্টেশন কর্তৃপক্ষ ও সংগঠনের নেতারা জানান, কৃষ্ণচূড়া চত্বরে রোপণ করা এই গাছটির পরিচর্যা ও সংরক্ষণে তারা নিয়মিত তদারকি করবেন, যাতে আগের মতোই স্টেশনপ্রাঙ্গণ শোভাময় হয়ে ওঠে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫