উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে না: স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকে কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ইসি আনোয়ারুল বলেন, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমনকি তফসিল ঘোষণার আগে তাদের পদত্যাগের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে আইন অনুযায়ী সরকারের কোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি পদে থেকে কোনো ধরনের নির্বাচনী প্রচার করা যায় না। প্রচার করতে না পারলে প্রার্থী হওয়াও সম্ভব নয়। কাজেই সরকারের পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।’
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপন, মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট, মনিটরিং সেল এবং আইনশৃঙ্খলা সেল গঠনসহ প্রয়োজনীয় ২০টির মতো পরিপত্র জারির প্রস্তুতি শেষ হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব ইসির আওতায় পড়ে না। তফসিল ঘোষণার পর থেকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। তিনি আরও জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক রাখা হবে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫