সীতাকুণ্ড বাইক দূর্ঘটনার জসিম উদ্দিন নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুলাই ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
সীতাকুণ্ড বাইক দূর্ঘটনার জসিম উদ্দিন নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-



চট্টগ্রাম সীতাকুণ্ড অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহাসড়কে প্রাণ হারিয়েছে এক মোটর সাইকেল চালক জসবম উদ্দিন। সে পৌরসভার সমাজ সেবক নারী উন্নয়ন কর্মি আলেয়া বেগমের স্বামী, ঘটনার পর ঘাতক গাড়ির চালক পালিয়ে গেছে।


বুধবার বিকেল আনুমানিক সাড়ে  ৫ টা  কেশবপুর বিএম ডিপু গেইট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত জসিম উদ্দিন সীতাকুন্ড পৌরসভা ৬ নং ওয়ার্ডের আমিনুর রহমানের পুত্র।


বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন প্রতিনিধি কে জানান, বিকাল অনুমানিক সাড়ে ৫ টায় বার আউলিয়া হাইওয়ে থানাধীন সীতাকুণ্ড মডেল থানার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি কেশবপুর বি এম ডিপো গেটের বিপরীতে চট্রগ্রামমুখী লেনের উপর মোটরসাইকেল চালক মো: জসিম  উদ্দিনকে চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা গাড়িসাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্ত্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।


তার মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাব,ইপসা পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।