সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দল পুনর্গঠন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সিনিয়র সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ। সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় বক্তব্য রাখেন। বক্তব্য দেন,
৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল কালাম, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ নুরুল গনি, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর ইমরান, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন,
১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম বাবুল, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম রুবেল, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,
সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আকবর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নওশাদ হোসেন বাবলু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ মহিদুল আলম আবির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুম উদ্দিন, যুবদল নেতা মোঃ রেজাউল করিম রেজা, মোহাম্মদ মেহেদী হাসান, নাজিমুদ্দিন ডালিম, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত এবং ছাত্রদল নেতা মোঃ শাহাবুদ্দিন।
সভায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে যেতে হবে।
সভা শেষে তিনি সীতাকুণ্ডবাসীকে আহ্বান জানিয়ে বলেন,
প্রত্যেক নামাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করবেন।
দোয়া ও দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।