গাজীপুরের জিএমপি কমিশনার নাজমুল করিম খান সাময়িক বরখাস্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ   |   ১২০ বার পঠিত
গাজীপুরের জিএমপি কমিশনার নাজমুল করিম খান সাময়িক বরখাস্ত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। এর আগে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় দুই মাস আগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।
 

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

প্রজ্ঞাপনে বলা হয়, “গাজীপুর মহানগর পুলিশের কমিশনার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন ও যৌক্তিক। সেহেতু সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”
 

বরখাস্ত অবস্থায় নাজমুল করিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে নাজমুল করিম খানের যাতায়াতের সময় সাধারণ মানুষের রাস্তা বন্ধ রাখার ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরবর্তীতে ১ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়।