|
প্রিন্টের সময়কালঃ ১৬ ডিসেম্বর ২০২৫ ০৩:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০২:০৬ অপরাহ্ণ

নজরুল তুমি বাঙালির ক্ষুধা 


নজরুল তুমি বাঙালির ক্ষুধা 


তাছলিমা আক্তার মুক্তা
 

নজরুল তুমি বাংলার আলো 
বাঙালির মনের ক্ষুধা  , 
নজরুল তুমি বাংলার অলংকার 
প্রাণের প্রণয়ী সুধা।

 

নজরুলের প্রেমে বাঙালি মত্ত 
তার কবিতা গানের পাগল , 
তার কবিতায় মিশে আছে কোটি
জনতার কথা ও মনোবল। 

 

মুসলিমের জন্য তিনি লিখেছেন 
ইসলামী শত শত গজল , 
রাসুলের শানে  লিখিত নাত  
পঠনে আজো বাঁধে দল। 

 

নারী পুরুষের সমতার তরী 
ভাসিয়ে দিয়ে গেছেন তিনি  , 
তার কবিতা গানে আজো বাঙালি
আনন্দে বিমোহিত প্রতিদিন। 

 

কৃষক শ্রমিক কুলি দিনমজুর 
সকলে আমরা সকলের তরে , 
মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
তিনি লিখে গেছেন জীবন ভরে। 

 

বাংলা ভাষা ভাষি আর বাঙালি 
থাকবে যতোদিন এ মাটিতে , 
নজরুল তুমি জাতীয় কবি 
ধরে রাখবো নিজেদের ঘাটিতে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫