সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব জমার সময়সীমা এক মাস বৃদ্ধি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ০৫:৩০ অপরাহ্ণ   |   ৬২৩ বার পঠিত
সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব জমার সময়সীমা এক মাস বৃদ্ধি

ঢকা প্রেস নিউজ
 

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা থাকলেও এখন তা ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকলেস উর রহমান।
 

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 

সিনিয়র সচিব বলেন, "সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করা হবে।"
 

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। অনেকেই এখনো ঠিকভাবে বুঝতে পারছেন না, কীভাবে সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ কারণেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।