রাজধানীর যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের মরদেহ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ   |   ৭৭৩ বার পঠিত
রাজধানীর যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের মরদেহ
ঢাকা প্রেস নিউজ



রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৬) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয়রা বিকেলে পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে।
 

মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, মৃত কিশোরের পরনে কালো প্যান্ট ছিল। তার সার্বিক শরীরে কোন দাগ-ছিদ্র নেই। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।