|
প্রিন্টের সময়কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ

ভাড়া চাওয়ায় হত্যা: বিএনপি কার্যালয়ে দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ


ভাড়া চাওয়ায় হত্যা: বিএনপি কার্যালয়ে দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতি‌নি‌ধি:-

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক জাহাঙ্গীর হোসেন (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
 

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
 

নিহত জাহাঙ্গীর হোসেন একই এলাকার বাসিন্দা তালেব আলীর ছেলে। তিনি পেশায় মুদি দোকানি এবং সালমদী বাজারে তার চারটি দোকান রয়েছে।
 

নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান গত বছর তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর একটি ব্যবহার করা হচ্ছিল বিএনপি কার্যালয় হিসেবে। বাকি দুটি দোকানের ভাড়া পরিশোধ করা হলেও, কার্যালয়ের জন্য নেওয়া দোকানের ভাড়া প্রায় এক বছর ধরে বাকি ছিল।
 

বুধবার সকালে ভাড়া চাইতে গিয়ে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তোতা মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তোতা মিয়ার ছেলে খোকন মিয়া, রাসেল মিয়া (নামসঙ্গতি নেই), ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ কয়েকজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কার্যালয়ের ভেতরে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
 

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনার পর থেকেই তোতা মিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। ফলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
 

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকদার বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার দায় দল নেবে না। দোষী যেই হোক, তাকে শাস্তি পেতেই হবে। বিএনপি কখনো অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।”
 

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াও বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, সে শুধু অপরাধী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”
 

আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনও কোনো মামলা হয়নি, দাফন শেষে পরিবার মামলা করবে বলে জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫