প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৩ এপ্রিল ২০২৪ ০৫:২২ অপরাহ্ণ
|
৩১৯ বার পঠিত
উত্তর গাজায় আবারো গোলাবর্ষণ শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নতুনভাবে বাস্তুচ্যুত হচ্ছে অনেকে। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেশ কয়েকটি এলাকায় হামাস ও ইসরাইলি বাহিনীর মাঝে লড়াই শুরু হয়েছে।
এতে অনেক বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে জাবালিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। তবে এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে ইসরাইলি আর্টিলারি বাইত লাহিয়া, বাইত হ্যানউন এবং বাইত হ্যানউন (ইরেজ) ক্রসিংয়ের আশেপাশের এলাকাগুলোতে গোলাবর্ষণ কররে। তারা বাইত হানুনে হাজার হাজার ফিলিস্তিনি জলপাই, কমলা ও লেবু গাছ তুলে ফেলছে।