জাকসুর এজিএস পদে জয়ী কে এই মেঘলা?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ   |   ৩২ বার পঠিত
জাকসুর এজিএস পদে জয়ী কে এই মেঘলা?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এজিএস (যুগ্ম সম্পাদক) পদে বিজয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা।
 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। ঘোষিত ফলে এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২ হাজার ৩৫৮ ভোট এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পান।
 

কে এই মেঘলা?

ঢাকার মিরপুরের স্থায়ী বাসিন্দা আয়েশা সিদ্দীকা মেঘলা দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলতুন্নেছা হলের আবাসিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এবং ধর্ষণবিরোধী মঞ্চের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

অন্যান্য পদে ফলাফল

এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বিত শিক্ষার্থী জোটের (ছাত্রশিবির সমর্থিত) প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ভোট।


সাধারণ সম্পাদক (জিএস) পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাজহারুল ইসলাম।

 

ভোটগ্রহণ ও অংশগ্রহণ

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ব্যালট বাক্স সিনেট হলে আনা হয় এবং টানা প্রায় ৪৮ ঘণ্টা ধরে গণনা চলে। যদিও শুক্রবার রাতে ফল ঘোষণার কথা ছিল, শেষ পর্যন্ত শনিবার দুপুর আড়াইটায় গণনা শেষ হয় এবং সন্ধ্যায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
 

এবারের নির্বাচনে নিবন্ধিত ১১ হাজার ৮৯৭ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী ছিলেন। নারী প্রার্থী ছিলেন ৬ জন। মোট ভোটার ছিলেন ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।