রাজধানীর বাসা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ০৯:১০ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
রাজধানীর বাসা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি বাড়ির নিচতলার গুদাম থেকে অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ দুটি একজন যুবক ও এক নারীর।
 

রোববার (২ নভেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি পাশের ইবনে কাসির ক্যাডেট মাদরাসায় দারোয়ানের কাজ করতেন। অন্য নারী এলাকায় বাড়িতে কাজ করতেন।
 

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী তাদের মৃত্যু প্রায় ৭-৮ দিন আগে হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
 

বাড়ির মালিক আতিক বলেন, কয়েক মাস আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে ছিলেন। ফিরে এসে বাসা পরিষ্কার করার সময় পচা গন্ধ পান। প্রথমে কিছু মরা ইঁদুর ফেলে দেন। পরদিন সকালে আবার গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।