কক্সবাজার-২ আসনে এনসিপির ‘ট্রাম্পকার্ড’ সুজা উদ্দিন, রাজনীতিতে নতুন সমীকরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
কক্সবাজার-২ আসনে এনসিপির ‘ট্রাম্পকার্ড’ সুজা উদ্দিন, রাজনীতিতে নতুন সমীকরণ

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস


 

পাহাড়, সাগর ও দ্বীপঘেরা কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন।
 

একসময়ের পরিচিত সাংবাদিক সুজা উদ্দিনের জন্ম মহেশখালী উপজেলার পাহাড়ি দ্বীপাঞ্চলে। গণমাধ্যম থেকে রাজনীতিতে আসা এই তরুণ নেতা স্থানীয় রাজনীতিতে ধারাবাহিক সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে এনসিপির ভেতরে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। দলীয় সূত্র বলছে, কক্সবাজার-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁকে ঘিরে প্রত্যাশা বাড়ছে।
 

নির্বাচন প্রসঙ্গে সুজা উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, ‘মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ আমাকে আপন করে নিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নবান্ধব ও শান্তিপূর্ণ একটি জনপদ গড়ে তোলাই আমার লক্ষ্য।’
 

এদিকে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপির সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি। এ প্রসঙ্গে সুজা উদ্দিন জানান, এ ধরনের সিদ্ধান্ত দলীয় কেন্দ্র থেকেই আসে এবং এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক সমঝোতা হয়নি।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৌশলগত ছাড় ও সমঝোতার রাজনীতি সক্রিয় থাকলে কক্সবাজার-২ আসনও তার প্রভাবের বাইরে থাকবে না। সেই প্রেক্ষাপটে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সুজা উদ্দিনের নাম সামনে আসায় দ্বীপাঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
 

দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে মহেশখালী ও কুতুবদিয়াকে ঘিরে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠতে পারে—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনীতিসংশ্লিষ্টরা।