উইম্বলডনের নতুন রাজা জকোভিচকে হারিয়ে আলকারাজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ০৬:০৭ অপরাহ্ণ   |   ২৭৭ বার পঠিত
উইম্বলডনের নতুন রাজা জকোভিচকে হারিয়ে আলকারাজ

রেকর্ড স্পর্শ করা হলো না নোভাক জকোভিচের। রোববার (১৬ জুলাই) হাই-ভোল্টেজ পাঁচ সেটের ফাইনালে সার্বিয়ান এই তারকাকে ফাইনালে পরাজিত করে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা ঘরে তুলেছেন বিশ্বের এক নম্বর বাছাই কার্লোস আলকারাজ। ফাইনালে জিততে পারলে জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করতে পারতেন।

প্রথম সেটে পরাজয়ের পরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্প্যানিশ তরুণ আলকারাজ চার ঘন্টা ৪২ মিনিটের লড়াইয়ে জকোভিচকে ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন। গত বছর ইউএস ওপেন বিজয়ী ২০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের ক্যারিয়ারের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। উইম্বলডনের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আলকারাজ শিরোপা জয় করলেন।


ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জেতার পর আলকারেজ বলেন, ‘এটি আসলে আমার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। আজ যদি আমি হেরেও যেতাম, তবুও আমি নিজেকে নিয়ে গর্বিত হতাম। ২০ বছর বয়সে এই পর্যায়ে খেলতে পারাটা আসলেই অপ্রত্যাশিত। আমি এখন সত্যি সত্যিই নিজেকে নিয়ে গর্বিত।’

আর ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘আমি এখানে অনেক কঠিন কঠিন ম্যাচ জিতেছি। হয়তো আমি কয়েকটি ফাইনাল জিতেছি আমার হারা উচিত ছিল, তাই হয়তো এমন পরাজয়।’