ডিবি পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ আগu ২০২৩ ০১:২৯ অপরাহ্ণ   |   ৩২৩ বার পঠিত
ডিবি পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল হোসেন চৌধুরীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউলাইফ হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী জানান, আজ বিকেল ৫টায় রাজধানীর নিউলাইফ হাসপাতালের ছাত্রদল নেতা শোয়েবকে দেখতে যান আবুল হোসেন চৌধুরী। এ সময় ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটকের ব্যাপারে ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।