সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

 


 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
 

পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এ সময় সীতাকুণ্ড মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউট, সীতাকুণ্ড প্রেসক্লাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
 

সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ড প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। এতে বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
 

দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
 

এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় সকল মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।