সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ, ১২ প্রস্তাব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ   |   ৬৪৫ বার পঠিত
সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ, ১২ প্রস্তাব

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

গণঅধিকার পরিষদ সাম্প্রতিককালে রাষ্ট্র পরিচালনার নানা দিকে ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে দলটির সভাপতি নুরুল হক নুর এসব প্রস্তাব তুলে ধরেন।

সংসদের গঠন ও কার্যকাল:

সংসদের মেয়াদ সংক্ষেপ: নুরুল হক নুরের মতে, অন্তর্বর্তী সরকারের আমলে সংসদের মেয়াদ চার বছরে নামিয়ে আনা উচিত। 

দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ: দলটি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছে। তাদের মতে, এতে আইন প্রণয়ন প্রক্রিয়া আরও সুসংহত হবে এবং জনগণের প্রতিনিধিত্ব আরও ব্যাপকভাবে নিশ্চিত করা যাবে।

রাষ্ট্র সংস্কার:

উপদেষ্টা পরিষদ: রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এতে বিভিন্ন মতামতকে আরও বেশি গুরুত্ব দেয়া সম্ভব হবে বলে মনে করেন নুর।

সাম্প্রদায়িকতা: বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পেছনে ইন্দনদাতাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন নুরুল হক নুর। তিনি মনে করেন, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়া জরুরি।

১২ দফা প্রস্তাব: রাষ্ট্র সংস্কারের জন্য মোট ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন গণঅধিকার পরিষদ।