রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৭:০৫ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা-১৬ আসনের অন্তর্গত দুয়ারীপাড়ার ৫ নম্বর রোডে এ আগুন লাগে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই টিনশেড বাড়িটি আগুনে পুড়ে যায়। আগুন লাগার পরপরই আশপাশের বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।