দিনাজপুরে বিএসএফ জওয়ান আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩১ অপরাহ্ণ   |   ৪৩১ বার পঠিত
দিনাজপুরে বিএসএফ জওয়ান আটক

ঢাকা প্রেস
দিনাজপুর প্রতিনিধি:-

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বিরল সীমান্ত থেকে একজন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম উপল কুমার দাস।
 

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সীমান্তে নিরাপত্তা চেকপোস্টে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেছেন।
 

এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে একটি বার্তা প্রকাশ করেছে। বার্তায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।