পাঁচলাইশে জাসাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
পাঁচলাইশে জাসাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

ডেস্ক নিউজ:

দেশের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপনে জাসাস–পাঁচলাইশ থানা কমিটির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি ১৬ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়। পরে খোলা ট্রাকযোগে পুরো চট্টগ্রাম মহানগরজুড়ে বিজয় দিবসের গান পরিবেশন করেন জাসাস শিল্পীবৃন্দ।

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিজয়ের কর্মসূচি উদ্বোধন করেন উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক,নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু–র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির নেত্রী নাজমা সাঈদ, জাসাস দক্ষিণ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, নগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া, নগর জাসাস নেত্রী নাহিদা নাজু, শিল্পী এসবি সুমী, আকবরশাহ থানা জাসাসের সাধারণ সম্পাদক রিপন ভাণ্ডারি, বন্দর থানা জাসাসের সভাপতি মোঃ সেলিম।

এছাড়াও অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস পাঁচলাইশ থানার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার, অর্থ সম্পাদক নাসিরুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শাহদাত রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিল্পীবৃন্দ।