|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ


বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


 

চাঁপাইনবাবগঞ্জ, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার):
চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টার জন্য অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।


 


 

রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।
 

অবরোধের ফলে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
 

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে আটবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাজাহান মিয়া। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে তিনি বিদেশে অবস্থান করেছেন এবং বর্তমানে ৯০ বছর বয়সে শারীরিকভাবে অসুস্থ। এমন এক নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ বিএনপির তৃণমূল কর্মীরা।
 

তারা দাবি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫