মাহমুদুর রহমান কারামুক্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ণ   |   ৬৪৮ বার পঠিত
মাহমুদুর রহমান কারামুক্ত

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-


সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরে মাহমুদুর রহমানের জামিনসংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরবর্তী যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
 

গত রোববার (২৯ সেপ্টেম্বর) মাহমুদুর রহমানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়েছিল।
 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন। মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে আদালত তার আইনজীবীর জামিনের আবেদন মঞ্জুর করেন।
 

২০১৭ সালের ১৭ আগস্ট মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর।