এশিয়া কাপে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
৩০ আগu ২০২৩ ০৪:৪৯ অপরাহ্ণ
|
৩৫৬ বার পঠিত
পর্দা উঠলো এশিয়া কাপের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। বুধবার (৩০ আগস্ট) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম।
এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান। অন্যদিকে শক্তির বিচারে বেশ পিছিয়ে নেপাল। তবে নেপালকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চায় তারা। অন্যদিকে শক্তিতে পিছিয়ে থাকলেও জয়ে চোখ নেপালের।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।