|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০১:০৯ অপরাহ্ণ

ভোট সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল


ভোট সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি—



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো দৃশ্যমান উন্নতি হয়নি। নির্বাচন সামনে রেখে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতির শিগগিরই সমাধান হবে—এমন প্রত্যাশার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

 

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা তাদের ব্যর্থতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী, খুব শিগগিরই এর সমাধান হবে।”
 

ক্রিকেট ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট বাংলাদেশের সম্মানের সঙ্গে জড়িত। “আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা,”—উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক সিদ্ধান্তে বিএনপি একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তিনি।
 

দেশের রাজনীতি ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। “একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংস্কার কার্যক্রম, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,”—বলেন তিনি।
 

নদীর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তিনি বলেন, “পারস্পরিক সম্মান বজায় রেখে ভারতের সঙ্গে আলোচনা করেই আমাদের দাবি আদায় করা হবে। আমরা ভালো সম্পর্ক চাই; তাতে বিরূপ আচরণও কমবে।”
 

বিদেশে অবস্থানরত সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশে বসে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিস্ট ফ্যাক্টর হতে পারে; আমাদের কাছে নয়।”
 

এ সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরবর্তীতে অবশ্যই তিনি সেখানে সফর করবেন।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬