সর্বদলীয় বৈঠকে বিএনপির অনুপস্থিতি: সিদ্ধান্তে অনিশ্চয়তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ   |   ৬৪০ বার পঠিত
সর্বদলীয় বৈঠকে বিএনপির অনুপস্থিতি: সিদ্ধান্তে অনিশ্চয়তা

ঢাকা প্রেস নিউজ

 

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আজ এক সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। তবে এই বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই বৈঠকে অংশ নেবেন না। তবে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আমরা এখনও সিদ্ধান্তে উপনীত হইনি। সময়মতো জানানো হবে।”
 

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বৈঠকটি আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই বৈঠক আয়োজন করেছে।
 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জানান, বৈঠকের মাধ্যমে একটি ঐকমত্যের ভিত্তিতে দলিল প্রণয়ন করা হবে। তিনি বলেন, “এই বৈঠকের ফলাফলের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত এবং জারি করার তারিখ নির্ধারণ করা হবে। গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও প্রেক্ষাপট এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে।”
 

সরকারের এই উদ্যোগের মধ্য দিয়ে সব রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে একটি ঐক্যমত্যের পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপির সিদ্ধান্তহীনতা বৈঠকের পরিবেশ এবং ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।