নবজাতককে হাসপাতালে রেখে মায়ের পলায়ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ   |   ৪৬৪ বার পঠিত
নবজাতককে হাসপাতালে রেখে মায়ের পলায়ন

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এক মা নিজের ১৩ দিনের নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকালে ওই মহিলা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। কিছুক্ষণ পর নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় সেবিকারা আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনকে বিষয়টি জানান। পরে ডাক্তার নবজাতকটিকে নিজের তত্ত্বাবধানে নেন।
 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানিয়েছেন, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।
 

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নবজাতকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।