বিমান বিধ্বস্তে শোক ও সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৫:২৮ অপরাহ্ণ   |   ১১৮ বার পঠিত
বিমান বিধ্বস্তে শোক ও সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
 

ঘটনার পর বিকেল ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি তার দলের সর্বস্তরের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
 

শোকবার্তায় তিনি বলেন,
“আল্লাহ তায়ালা নিহতদের ওপর রহম করুন, তাদের ক্ষমা করুন এবং তাদেরকে শহীদের মর্যাদায় জান্নাতের উচ্চ মাকামে স্থান দিন। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন এবং তাদের ওপর তাঁর অফুরন্ত নিয়ামত বর্ষণ করুন। নিহতদের পরিবার, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।”