যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিতের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। একই সঙ্গে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এর আগে দুপুর থেকে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে মিছিল শেষে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সরকার প্রমুখ।
শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে মাসুদ রানার পদ স্থগিত করে একই পদে মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিষয়টি অনলাইনে ছড়িয়ে পড়ার পরপরই রাত ৯টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাসুদ রানার বিরুদ্ধে আদর্শ পরিপন্থি কাজের অভিযোগ আনা হলেও কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। দুঃসময়ে নিবেদিত একজন নেতার পদ স্থগিত করায় তৃণমূলের কর্মীরা হতাশ ও অবমূল্যায়িত বোধ করছেন।
মাসুদ রানা বলেন, “আমি কোনোভাবেই দলীয় নীতি বা আদর্শবিরোধী কর্মকাণ্ডে যুক্ত নই। এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। তাই কেন্দ্রীয় নেতাদের কাছে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি।”
অন্যদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বলেন, “কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কারও পদ স্থগিতের সঙ্গে জড়িত নই। ভুল বোঝাবুঝি থেকে অনেকেই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫