|
প্রিন্টের সময়কালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩ পূর্বাহ্ণ

মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন নির্বাচিত


মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন নির্বাচিত


কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

 

কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) গুণী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে প্রধান ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পর্যালোচনার পর প্রধান শিক্ষক ক্যাটাগরিতে মোহাম্মদ ফয়সাল এবং সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শারমিন ফাতেমাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ স্বীকৃতি পাওয়ার সুযোগ পান।

 

নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল বলেন,
“যে কোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। শিক্ষা বিস্তারে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”

 

সহকারী শিক্ষক শারমিন ফাতেমা বলেন,
“এই স্বীকৃতি আমার জীবনের একটি বড় অর্জন। আমাদের স্কুলের প্রধান শিক্ষকসহ সহকর্মীদের সহযোগিতায় এই মর্যাদা পেয়েছি। এটি আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে আমাকে উৎসাহিত করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

 

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,
“শিক্ষকদের অনুপ্রাণিত ও উদ্দীপনা সৃষ্টির জন্যই মূলত এ আয়োজন। মুরাদনগরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫