পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সাথে ওসি পতেঙ্গার সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:-
নগরীর পতেঙ্গা মডেল থানাধীন (৪০-৪১ নং ওয়ার্ড) এর আওতাধীন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,ফুটপাত দখলমুক্ত,ট্রাঙ্ক লরি,ট্রলি-কাভার্ড ভ্যান এবং টমটম , অটোরিকশা , ভাসমান ভ্যান দোকানের সৃষ্ট যানজট নিরসন।
সেই সাথে ভূমি দস্যু, চাঁদাবাজ,সন্ত্রাস,মাদক- ইয়াবা , জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধ গড়ে তোলার জন্য পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সাথে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর এক সৌজন্য সাক্ষাত ১৮ আগস্ট, সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ,শিক্ষাও ক্রীড়া সংগঠক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুদ্দিন খালেদ, সদস্য সচিব মোঃ নাজমুল হুদা , সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ হারুন কোম্পানি, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আলী নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ওসি মহোদয় নাগরিক অধিকার ফোরামের অভিযোগ গুলো ভালো করে পর্যালোচনা করে আগামীতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এছাড়া থানা এলাকায় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা যেন কোন বিশৃঙ্খলা ও দেশ বিরোধী ষড়যন্ত্র মূলক কর্মকান্ড করতে না পারে তার জন্য অলি- গলিতে পুলিশি টইল এবং বিশেষ নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছেন নাগরিক ফোরামের সকল নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫