মাদারগঞ্জে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি :-
জামালপুরের মাদারগঞ্জে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের উদ্যোগে প্রাক-প্রাথমিকের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ফটোকার্ড প্রদর্শনীও উপস্থাপন করা হয়।
প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছোবহান, মো. বেলায়েত হোসেন, গোলাম সরোয়ার হোসেন, মোখলেছুর রহমান মুকুল, আলহাজ্ব আব্দুল সাত্তার, লালডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান ও আবুল কাশেম।
এছাড়া বিদ্যালয়ের এটক কমিটির সদস্য ও লালডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার, বাংলাদেশ পুলিশ সদস্য হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫