|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৩:৪২ অপরাহ্ণ

চারো নারীর হাতে তুলে দেওয়া হলো বেগম রোকেয়া পদক


চারো নারীর হাতে তুলে দেওয়া হলো বেগম রোকেয়া পদক


নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
 

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নিজ হাতে এই পদক প্রদান করেন।
 

পদকপ্রাপ্তরা হলেন—

  • নারীশিক্ষা (গবেষণা) শ্রেণিতে: রুভানা রাকিব

  • নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে: কল্পনা আক্তার

  • মানবাধিকার শ্রেণিতে: নাবিলা ইদ্রিস

  • নারী জাগরণ (ক্রীড়া) শ্রেণিতে: ঋতুপর্ণা চাকমা
     

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপন করছে নানা কর্মসূচির মাধ্যমে। দিবসটি পালন করা হচ্ছে নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যরা। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।
 

সংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রদর্শিত হয় ‘আমি-ই রোকেয়া’ শিরোনামের প্রামাণ্যচিত্র। এতে নারীর শিক্ষা বিস্তার ও বাল্যবিবাহ প্রতিরোধে বেগম রোকেয়ার অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে নারীর অনুপ্রেরণায় তার ভূমিকা এবং দেশের নারী ক্ষমতায়নের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষার গুরুত্বকে বিশেষভাবে প্রদর্শন করা হয় নারীর অধিকার প্রতিষ্ঠায়।

সূত্র: বাসস!


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫