গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ   |   ৩০৮ বার পঠিত
গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে কারখানার শ্রমিকরা।

 

উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে অন্তত ১৫ জন পুলিশ কর্মীকে আহত করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে 

 

গাজীপুর গাছা থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।