প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১৭ মে ২০২৩ ০৬:১৬ অপরাহ্ণ
|
৯৫৯ বার পঠিত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বজ্রপাতে মতি কানু (৪২) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে টিলাগাঁও ইউনিয়েন অবস্থিত লংলা চা বাগানের পানিকুচি লেইক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মতি কানু সেখানে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।