অনেক ভুল করেছি, সবার কাছে ক্ষমা চাই: সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সোহেল রানা। বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে এখন আর নিয়মিত পর্দায় দেখা যায় না তাকে। তবে সিনেমার প্রতি তার টান, সহকর্মীদের প্রতি মমতা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা আজও আগের মতোই অটুট।
রোববার বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। সেখানে পুরোনো ও নতুন প্রজন্মের শিল্পীদের ভিড়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন সোহেল রানা।
সংবাদকর্মীদের সামনে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলেন,
“আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। তাই সবার কাছে ক্ষমা চাই। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি।”
তিনি আরও যোগ করেন,
“কে কখন চলে যাবে, কেউ জানে না। তাই আজই সুযোগটা কাজে লাগাতে চাই। আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, যদি কারও প্রতি অন্যায় বা ভুল করে থাকি, আমি তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী।”
সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর তিনি ‘সোহেল রানা’ নামেই জনপ্রিয় হয়ে ওঠেন। তবে প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে, নিজের আসল নাম মাসুদ পারভেজে। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনা করেই চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন তিনি।
এরপর ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র অবলম্বনে নির্মিত মাসুদ রানা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে অভিষেক করেন। একই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটে তার।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন সোহেল রানা। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। আর ২০১৯ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫