ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৫ ০১:০৩ অপরাহ্ণ   |   ২১৭ বার পঠিত
ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর নেতৃত্বে সদর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আজ ২মার্চ  রবিবার মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে উপজেলার সাহেব কাছারি নামক এলাকায় অবস্থিত মেসার্স এইচএসবি ব্রিকস কে কিলন ভেঙে সম্পুর্ন কার্যক্রম বন্ধ করা হয় এবং মেসার্স আলম ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(১) ধারা লংঘন করায়-৫০০০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।