একদিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় দুই কোটি ৬৮ লাখ টাকা
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১২ জুন ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
|
৭৩৯ বার পঠিত
ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীরগতি থাকলেও নেই যানজট। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে গত এক দিনে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। আজ বুধবার (১২ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের সেতু পূর্বে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ১৪ হাজার ১২১টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ায় কোথাও কোথাও ধীরগতি চলছে। মহাসড়কে পুলিশ সদস্যরা ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছেন।