কুড়িগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ   |   ১০০ বার পঠিত
কুড়িগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সোনাহাট দাদামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।
 

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোনাহাট বাজারে টাকা সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শাহিন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বেলাল হোসেনের চালিত তিন চাকার ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, নিহতের ভাই থানায় এজাহার দায়ের করেছেন। দুর্ঘটনায় জড়িত তিন চাকার ভটভটি থানায় জব্দ করা হয়েছে। ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: বাসস