রাতের আঁধারেও শীতার্ত মানুষের পাশে মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সাম্প্রতিক শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক। গতকাল শনিবার (১১ জানুয়ারি) তিনি কোনো ধরনের প্রচারণা ছাড়াই রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় গিয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। নিজ হাতে কম্বল পৌঁছে দিয়ে তিনি একের পর এক দরজায় উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ান।

হঠাৎ এ মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের এ উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করেনি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বেসামরিক অঙ্গনে বিজিবির ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬