মোস্তফা আন্জুম ফাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভাইয়ের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তার বিভিন্ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
এর মধ্যে চিরিংগা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে জামায়াতের সভাপতি নুরুন নবীর নেতৃত্বে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিংগা ইউনিয়নের সভাপতি নুরুন নবী, সেক্রেটারি কফিল উদ্দিন, পেশাজীবি নেতা সহিদুল ইসলাম এবং ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল্লাহ আল ফারুক তার রাজনৈতিক প্রতিশ্রুতি তুলে ধরেন এবং এলাকার উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে বক্তৃতা দেন। স্থানীয় নেতারা প্রার্থীকে সমর্থন জানান এবং ভোটারদের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণায় জামায়াতের স্থানীয় কর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।