|
প্রিন্টের সময়কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৫ ০৭:৫৩ অপরাহ্ণ

তিস্তার নিম্নাঞ্চলে ফসল প্লাবিত, বন্যার শঙ্কায় কুড়িগ্রাম 


তিস্তার নিম্নাঞ্চলে ফসল প্লাবিত, বন্যার শঙ্কায় কুড়িগ্রাম 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

উজানের ঢলে ও গত কয়েকদিনের বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমরসহ সবকটি নদনদীর পানি ফের বাড়ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি অস্বাভাবিক বেড়ে বিপদসীমার একেবারেই কাছাকাছি চলে এসেছে।
 

সোমবার (২৯ জুলাই) রাত থেকে তিস্তার পানি দ্রুত বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  
 

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়নার বাজার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, জমি কেবলমাত্র তৈরি করলাম চারা রোপণ করবো বলে। যেভাবে পানি বাড়ছে। তাতে করে জমি তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমর নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে ও ব্রহ্মপুত্র নদের পানি দুটি পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে এবং ধরলা নদীর সেতু পয়েন্টে পানি ২সেন্টিমিটার বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,সবকটি নদনদীর গতকাল থেকে পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি অনেকটা বেড়ে বিপদসীমার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
 

ফলে নদী তীরবর্তী ও ঐ এর অববাহিকায় অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে নিম্নাঞ্চলসমুহ তলিয়ে গেছে। চর ও দ্বীপচরসমুহে পানি বেড়ে নিম্নাঞ্চলের মরিচ, শশা, পাটসহ বিভিন্ন শাক সবজি পানিতে তলিয়ে গেছে। ফলে কৃষকরা দ্বিতীয় দফা বন্যায় পতিত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫