নিখোঁজ স্কুলছাত্র আসুয়াতের সন্ধানে তদন্ত চলছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৪ ০২:০০ অপরাহ্ণ   |   ৬৭১ বার পঠিত
নিখোঁজ স্কুলছাত্র আসুয়াতের সন্ধানে তদন্ত চলছে

ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজ আসুয়াতের সন্ধানে তদন্ত চলছে

নড়াইলের কালিয়া উপজেলায় গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে নিখোঁজ রয়েছেন ১৩ বছর বয়সী স্কুলছাত্র আসুয়াত। তাকে খুঁজে পাওয়ার জন্য পরিবার ও পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর রয়েছে।
 

আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার বাসিন্দা এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
 

এ ঘটনায় আসুয়াতের মা জাহিদা বেগম মঙ্গলবার (২৭ আগস্ট) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
 

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানিয়েছেন, আসুয়াতকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি সকলকে আহ্বান জানিয়েছেন যদি কেউ আসুয়াতের কোনো খোঁজ পান তাহলে অবিলম্বে পুলিশে খবর দিতে।