মুরাদনগরে লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ   |   ১২০ বার পঠিত
মুরাদনগরে লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে আরিফ এয়ার ট্রাভেলস নামের একটি ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

এ বিষয়ে ইউএনও আবদুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে কোম্পানীগঞ্জ বাজারে একাধিক ট্রাভেল এজেন্সি অনুমোদন ছাড়াই ব্যবসা করছে। অভিযোগের ভিত্তিতে আরিফ এয়ার ট্রাভেলসকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
 

তিনি আরও জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করা প্রতারণার শামিল। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।