কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে উঠে আসছেন সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। তিনি বর্তমানে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনিরুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের সাবেক মেম্বার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা–৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ওই আসনে দলীয় অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই হচ্ছেন দলের একমাত্র সম্ভাব্য প্রার্থী।
এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, যিনি মুরাদনগরের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন।
একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
মুরাদনগর আসনে বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত হলেও এখনও এনসিপি থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫