|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৬:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৩:৩২ অপরাহ্ণ

দুবাই পালানোর চেষ্টা: নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


দুবাই পালানোর চেষ্টা: নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


ডেস্ক নিউজ:


 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ।
 

শনিবার সকাল ১০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে গেলে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের তথ্যটি শাহ জালাল আহমেদ শাওনের পরিবার নিশ্চিত করেছে।
 

শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
 

গ্রেফতারের বিষয়ে তার ভাই ইমরান মাহমুদ বলেন, “পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়। আমরা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
 

অন্যদিকে, নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেফতারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।”
 

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি পৃথক মামলা দায়ের রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬