রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জেল ও জরিমানা
মো: হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফার্মেসিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়।
অভিযানে রৌমারী সদরের মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে দোকানটি থেকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন আনুমানিক ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া জানান, অভিযানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ জনগণের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। তিনি জানান, রৌমারীর বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও রেফ্রিজারেটরবিহীন ওষুধ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫