|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০২:৩৯ অপরাহ্ণ

চাটগাইয়া নওজোয়ান’এর ৯ম বর্ষপূর্তিতে মিলন মেলার আয়োজক কমিটি গঠন


চাটগাইয়া নওজোয়ান’এর ৯ম বর্ষপূর্তিতে মিলন মেলার আয়োজক কমিটি গঠন


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):


 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া আঞ্চলিক সংগঠন চাটগাইয়া নওজোয়ান’এর ৯ম বর্ষপূর্তি উদযাপনের জন্য মিলন মেলার আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
 

গত ৫ ডিসেম্বর সংগঠনের নির্বাহী কমিটির এক জরুরি সভায় ১১ সদস্য বিশিষ্ট ৯ম বর্ষপূর্তির মিলন আয়োজক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জালাল আহমেদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল হাসান সোহেল, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও মোঃ জাফর ইকবাল, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাকিন, অর্থ সম্পাদক আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদক সীমা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
 

উৎসব উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা "স্রোত" প্রকাশ করা হবে, যেখানে সদস্যদের ছবি ও লেখা সংযোজিত থাকবে। সদস্যদেরকে পছন্দের একটি পাসপোর্ট সাইজের ছবি (ছবির নিচে নাম উল্লেখ) আগামী ১০ তারিখের মধ্যে যুগ্ম আহ্বায়ক শহীদুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ ইনবক্সে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

নবগঠিত আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক শহীদুল হক। সদস্য সচিব মিম চৌধুরী, এবং সদস্য হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ, মোহাম্মদ মুসা, ইলিয়াছ রিপন, ইরফান চৌধুরী, আবছার উদ্দিন হীরু, মাহাবুবুল আলম হিতু, মিজানুর রহমান ও সামিহা ইরা।
 

চাটগাইয়া নওজোয়ান’এর ৯ম বর্ষপূর্তি উদযাপন ও মিলন মেলা-২০২৫ আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর বান্দরবানের আলীকদম রূপ মুহুরী রিসোর্ট এলাকায় অনুষ্ঠিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫