ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৩ অপরাহ্ণ   |   ৬৯৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। তিতাস কমিউটার ট্রেন থেকে পড়ে মারা গেছেন অলিউল্লাহ নিবির (১৭) নামে এক কলেজছাত্র।
 

নিবির ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ মৌড়াইলের আমান উল্লাহর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের কমার্স শাখার শিক্ষার্থী ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিবির নরসিংদী থেকে তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসছিলেন। ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে তিনি ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।